প্রকাশের তারিখঃ 23-ফেব্রুয়ারি-2025 ইং
ইং
কুষ্টিয়ায় পিনাকলের ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

অন্তর আসিফ:কুষ্টিয়ায় যুবসমাজকে মাদক,সন্ত্রাস, অপরাজনীতি,ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে দূরে রাখতে ‘প্রতি বছরের ন্যায় এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবড উপলক্ষে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে ক্রিড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকল ১০ টার দিকে শুরু হওয়া দিনব্যাপী এ আয়োজনে অ্যাসোসিয়েশনের কুষ্টিয়া জেলা সম্পাদক সুজন মাহামুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় সভাপতি তানভীর আহাম্মেদ।
অনুষ্ঠানে তানভীর আহাম্মক বলেন, তরুণদেরকে জাগাতে হলে তাদের অদম্য প্রাণশক্তিকে জাগাতে হবে। আমরা তরুণদের সেই শক্তিকে জাগাতে কাজ করে যাচ্ছি। আমরা বাংলাদেশের প্রতিটি বিভাগে, জেলায়, থানায় সুস্থধারার সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করে চলেছি। আজকে নানাভাবে দিকভ্রষ্ট হতাশাগ্রস্ত যুব সমাজকে সঠিক পথে নিয়ে আসতে খেলাধুলার বিকল্প নেই। তাই পিনাকল স্পোর্টস সদা-সর্বদা তরুণদের নিয়ে নানা ধরণের খেলাধুলার আয়োজন করে থাকে।
সকাল সাড়ে ১০ টা থেকে প্রবল শীত ও কুয়াশা উপেক্ষা করে প্রতিযোগীরা বিভিন্ন প্রতিযোগিতায়
অংশগ্রহণ করেন।এরমধ্যে দৌড় প্রতিযোগিতা, রাশি টানা,মোড়গলড়াইসহ বিলুপ্তপ্রায় ১০ ইভেন্টে নানা বয়সী নারী-পুরুষ ও শিশুসহ দেরশতাধীক প্রতিযোগি অংশ নেয়।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া খেলাধূলার পাশাপাশি আয়োজন ছিলো সুদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠানের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আঞ্চলিক সভাপতি জসেব উদ্দীন, নারী সম্পাদক জেরিন সাইয়ারা,কুষ্টিয়া জেলা সভাপতি আক্কাচ আলীসহ আরো অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্রীড়াবিদ পিনাকল স্পোর্টস এ্যাসোসিয়েশনের আঞ্চলিক সহ-সভাপতি আয়মান আহাম্মেদ কামাল।
© ২০২৫, টাইম্স সিলেট। সর্বস্বত্ব সংরক্ষিত।